২ আগস্ট ২০২৩ - ১০:৫৫
তিন বছরে চীনে ইরানের তেল রপ্তানি বেড়েছে ৩ গুণ, প্রতিদিন যাচ্ছে ১০ লাখ ব্যারেল

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তিন বছরে চীনে তেল রপ্তানি বেড়েছে তিন গুণ। সেই হিসেবে এখন ইরান থেকে প্রতিদিন চীনে ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করা হচ্ছে।

আন্তর্জাতিক ট্যাংকার ট্রাকিং ডাটার উদ্বৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে। আন্তর্জাতিক ট্যাংকার ট্রাকিং ডাটা থেকে জানা যাচ্ছে যে, চলতি বছর ইরান থেকে চীনে গড়ে প্রতিদিন তেল রপ্তানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ব্যারেলে। ২০২০ সালে তেল রপ্তানির এই পরিমাণ ছিল তিন লাখ ২৪ হাজার ব্যারেল। 

আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা এবং চরম অর্থনৈতিক চাপ সত্বেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানির পরিমাণ বেড়েছে। এমনকি ২০১৮ সালের আগে ইরান থেকে চীনে যে পরিমাণে তেল রপ্তানি করা হতো বর্তমানে তার চেয়ে বেশি তেল রপ্তানি করা হচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক জ্বালানি সংস্থাও এক প্রতিবেদনে নিশ্চিত করেছে যে, ইরান থেকে চীনে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল রপ্তানি করা হচ্ছে। সংস্থাটি এই তথ্য তুলে ধরেছে যে, ইরানের তেল, গ্যাস এবং পেট্রো কেমিক্যাল পণ্য রপ্তানির পরিমাণ শতকরা ৪০ ভাগ বেড়েছে।#

342/